প্রিয়া — আমার শুভেচ্ছা নতুন করে নয়। তোমার ব্যস্ত কর্পোরেট ভালোবাসা আর নিকেতন জীবন ধারায় ব্যাঘাত ঘটাতে চাইনি কোনদিন। তবু আজ এই গভীর জোসনায় তোমাকে খুব বেশি অনুভব করছি পুবালী হাওয়ায়। তুমিও কি আমার মত খোলা আকাশে সাওয়ার নিয়েছো পুর্ণীমা দিনে? তোমার আকাশে কি ঠিক সমান ক্ষণে জেগে আছে আসবাব চাঁদ? মনে আছে সেই রুপোলী

Post a Comment

أحدث أقدم