হারাতে দেব না তোমায়, আমার এই অন্তর থেকে, হৃদয়ের মধ্যে রেখেছি তোমায়, পৃথিবীর সমস্ত সুখ দিয়ে. ভালোবাসি তোমায় অনেক বেশি, সারাজীবন থাকতে চাই পাশাপাশি . প্রশ্ন যতই হোক, উত্তর তুমি. রাস্তা যেটাই হোক, লক্ষ্য তুমি. কষ্ট যতই হোক সুখ তুমি. তোমার সাথে যতই রাগ করিনা কেন, তবুও আমার প্রিয় ভালোবাসা তুমি

Post a Comment

Previous Post Next Post